Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মেঘনার করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি।
বিস্তারিত

রাক্ষুসি মেঘনা গ্রাস করছে উলানিয়া ইউনিয়ন। অব্যাহত মেঘনার ভাঙ্গনে অনেক পূর্বেই বিলীন হয়ে গেছে মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর  ইউনিয়নটি। মেঘনার সীমাহিন ভাঙ্গনে উলানিয়া ইউনিয়নের হাসানপুর, বালিয়া, আশা, সুলতানী ও উলানিয়া গ্রাম নিশ্চিহ্ন হতে বসেছে।  এ সকল গ্রামে বসবাস কারী জনগণ তাদের পৈতৃক ভিটা বাড়ি হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। ভাঙ্গন অব্যাহত থাকায় কালজয়ী সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর  পৈতিৃক নিবাস উলানিয়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ী, উলানিয়া করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উলানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মুজাফ্ফর খান ডিগ্রি কলেজ, উলানিয়া ইউনিয়ন পরিষদ, সুলতানী মীরা বাজার, উলানিয়া লঞ্চঘাট, উলানিয়া বন্দর হুমকির মুখে। যেকোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এ সকল স্থাপনা। উল্লেখ্য যে 04/09/2015খ্রি: রাতে নদীগর্ভে দেবে যায় ইউসুফ চৌধুরীর বাড়ি। শত শত পরিবার মেঘনার ভাঙ্গনে গৃহহারা হচ্ছে। সম্পৃতি  জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে উলানিয়া বাজার সহ বিভিন্ন গ্রাম। পানি বন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ। এ সকল মানুষের দেখভাল করার জন্য কেউ নেই।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
05/09/2015